নিজস্ব প্রতিবেদক
জাতিসংঘ ঘোষিত ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বাংলাদেশ মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থার ‘ হিউম্যান রাইটস সিলেন্স ২০২৪’ এ্যওয়ার্ড লাভ করেছেন লাকসাম পৌরসভার পশ্চিমগাও পুরান বাজারের বাসিন্দা মোঃ কামাল মিয়া। গত ১১ডিসেম্বর ২০২৪ রাজধানীর কাকরাইলস্হ ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এই সন্মাননা পদক প্রদান করা হয়। সংগঠনের সভাপতি লায়ন এম রবিউল হোসেনের সভাপতিত্বে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক আইন প্রতিমন্ত্রী, বিএনপি’র ভাইস চেয়ারম্যান এ্যডভোকেট নিতাই রায় চৌধুরী।
উল্লেখ্য, মোঃ কামাল মিয়া ইতিপূর্বে মুক্তিযুদ্ধের চেতনা পরিষদ কর্তৃক উপ-মহাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ, সমাজ সংস্কারক শের ই বাংলা এ কে ফজলুল হক এর ১৫১তম জন্মবার্ষিকী উপলক্ষে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন পরিষদের জুরি বোর্ডের নির্বাচনে রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় জন্য সম্মাননা পদক লাভ করেন।
জনাব কামাল মিয়া লাকসামের ঐতিহ্যবাহী হামিদিয়া ব্রেড ও বিস্কুট ফ্যাক্টরির অন্যতম স্বত্বাধিকারী। তিনি লাকসাম পৌরসভার ৬নং নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হিসাবে অত্যন্ত সুনাম ও দক্ষতার সাতে দায়িত্ব পালন করে যাচ্ছেন।