চৌদ্দগ্রাম প্রতিনিধি
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদা’র দিক-নির্দেশনায় পৌরসভার ৬ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন পৌর বিএনপির আহবায়ক হারুন অর রশিদ মজুমদার। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন পৌর বিএনপির সদস্য সচিব শরিফুল ইসলাম দুলাল। বিশেষ বক্তা ছিলেন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক গিয়াস উদ্দিন।
শনিবার ১৪ই ডিসেম্বর বিকেলে ফাল্গুন করা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পৌরসভা বিএনপি যুগ্ন আহবায়ক নাছির উদ্দিন নাছিরের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আক্তার হোসেন, দেলোয়ার হোসেন পাটোয়ারী দুলাল, পৌর বিএনপি যুগ্ম আহবায়ক নাঈমুল ইসলাম মাসুদ, বেলাল আহমমদ মিয়াজি। পৌর বিএনপির সদস্য জাকির হোসেন ও এম দিদার হোসনের পরিচালনা এসময় আরও বক্তব্য রাখেন পৌর বিএনপি সদস্য শাহ আলম খন্দকার, কুমিল্লা জাতিয়তাবাদী পেশাজীবী নেতা মোশারফ হোসেন ভূঁইয়া, পৌর যুবদলের আহবায়ক মোহাম্মদ হাসান, যুগ্ন আহবায়ক জি এম শামীম নয়ন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওসমান গণি, পৌর মৎস দলের সভাপতি মোহাম্মদ সুজন, তাতীদলের সভাপতি এয়াছিন মিয়া, প্রবাসী বিএনপি নেতা জাকির হোসেন ভূঁইয়া, ৬নং ওয়ার্ড বিএনপি সিনিয়র সহসভাপতি আবদুস সালাম, ৬নং ওয়ার্ড বিএনপি নেতা জয়নাল মোল্লা, দিদারুল আলম, বিপুল মোল্লা, ফারুক হোসেন, ৬নং ওয়ার্ড কৃযকদলের সাধারণ সম্পাদক আবুল কালাম, ৬নং ওয়ার্ড যুবদলের সভাপতি গাজী মহিন, ৬নং ওয়ার্ড ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান, ৬নং ওয়ার্ড কৃযকদলের সভাপতি নাছির হাজারী প্রমুখ।