চৌদ্দগ্রাম প্রতিনিধি
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদা’র দিক-নির্দেশনায় পৌরসভার ৩নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন পৌর বিএনপির আহবায়ক হারুন অর রশিদ মজুমদার। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন পৌর বিএনপির সদস্য সচিব শরিফুল ইসলাম দুলাল।
শুক্রবার বিকেলে শ্রীপুর মনপুরা মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা যুবদলের সাবেক আহবায়ক আমিনুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অলি আহমেদ মেম্বার, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক গিয়াস উদ্দিন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আক্তার হোসেন, দেলোয়ার হোসেন পাটোয়ারী দুলাল, মাঈনুল আহসান মাসুদ, আবদুল মন্নান, ইলিয়াছ পাটোয়ারী, উপজেলা শ্রমিকদলের সভাপতি আবু বক্কর সিদ্দিক, পৌর যুবদলের আহবায়ক মোঃ হাসান, সদস্য সচিব বদিউল আলম খাঁ নোমান, পৌর বিএনপির সদস্য কাজী সামছুল হক, গাজী বেলাল হোসেন, পৌর ছাত্রদলের আহবায়ক ইব্রাহিম খলিল অনিক, পৌর মৎস্যজীবিদলের আহবায়ক মাসুদ রানা সুজন।
পৌর বিএনপি নেতা কাজী আলমগীর নেওয়াজের সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ৩নং ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল ও মৎস্যজীবিদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন কাজী আমজাদ হোসেন দিপু, কাজী রাকিবুল আহসান মোহাব্বত, গাজী বেলাল হোসেন। দ্বি-বার্ষিক সম্মেলন শেষে সভাপতি পদে কাজী আলমগীর নেওয়াজ সভাপতি নির্বাচিত হয়েছেন ও সাধারণ সম্পাদক পদে বেলাল হোসেন খা, কাজী সামছুল হক ও গাজী বেলাল হোসেনসহ একাধিক প্রতিদ্বন্দী থাকায় কমিটি ঘোষণা করা হয় নাই।