স্টাফ রিপোর্টার
‘‘আপনার সন্তানকে সু-শিক্ষায় শিক্ষিত করতে আমরা সচেষ্ট’’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান গণ উদ্যোগ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ হল রুমে ৬ষ্ঠ শ্রেণি ২০২৫খ্রিঃ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে লটারি ড্র ও ফলাফল ঘোষনা অনুষ্ঠিত হয়েছে। গণ উদ্যোগ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এ অধ্যক্ষ রনজিত চন্দ্র দাশ এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক জনাব শাকিল হোসেন, সাবেক অধ্যক্ষ মোঃ আলী মজুমদার, প্রভাষক মোঃ জয়নাল আবেদীন, সাবেক গর্ভনিং বডির সদস্য গোলাম কিবরিয়া বাচ্ছু, সাবেক গর্ভনিং বডির সদস্য মোঃ সেলিম মিয়া, বর্তমান গর্ভনিং বডির সদস্য মাহফুজুল আলম খোকন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষিকা বকুল রানী নন্দী।
গণ উদ্যোগ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এ অধ্যক্ষ রনজিত চন্দ্র দাশ বক্তব্যে বলেন, আমি সমালোচনায় বিশ্বাসী নয়। শিক্ষিত হলে চলবে না, সু-শিক্ষায় শিক্ষিত হতে হবে। বর্তমান শিক্ষিত লোকেরা দূর্নীতিতে আকৃষ্ট। শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি তোমরা বাবা-মার কথা মত চলবে। প্রতিদিন বিদ্যালয়ে আসবে, নিয়মিত ক্লাস করবে তাহলে তুমি ভাল রেজাল্ট করতে পারবে। আমাদের প্রতিষ্ঠানটি সম্পূর্ন সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। এ প্রতিষ্ঠানে মডেল ল্যাব রয়েছে। অচিরেই ডিগ্রি কোর্স চালু হবে। অভিভাকদের বলছি আপনাদের সন্তানকে বেশি বেশি করে ভর্তি করান, এ প্রতিষ্ঠানটি আপনাদের সম্পদ। আজ ২৭০ জন শিক্ষার্থীর লটারির অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সকলকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে শেষ করলাম।