লাকসাম প্রতিনিধি
‘‘স্বাস্থ্যই সুখের মূল ’’এ প্রতিপাদ্যকে সামনে রেখে লাকসাম পৌরসভা সংলগ্ন উত্তর পাশে লীট হেলথ কেয়ার হসপিটাল প্রাঃ লিঃ এর মিলনায়তনে সোমবার (৯ ডিসেম্বর) সকালে মনোহরগঞ্জ, লালমাই, নাঙ্গলকোট এর পল্লী চিকিৎসকদের সাথে এক মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
লীট হেলথ কেয়ার হসপিটাল প্রাঃ লিঃ এর চেয়ারম্যান ডাঃ আইউব আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাষ্টার সাহাদাত হোসেন ভূঁইয়া, ডাঃ রাশেদ মোশারফ, ডাঃ ওয়াদাতুল আকমাম শীফা। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন পল্লী চিকিৎসক ডাঃ আলী আশ্রাফ, ডাঃ লিটন দাস, ডাঃ আমীর হোসেন, ডাঃ লিটন সরকার, ডাঃ নিখিল দাস, ডাঃ আব্দুর রহিম, ডাঃ কামাল,ডাঃ নূরে আলম, মার্কেটিং অফিসার খোরশেদ আলম, লীট হেলথ কেয়ার হসপিটাল প্রাঃ লিঃ ব্যবস্থাপক মাহমুদুল হাসান প্রমুখ।
লীট কেয়ার হসপিটাল প্রাঃ লিঃ এর চেয়ারম্যান ডাঃ আইউব আলী বক্তব্যে বলেন, আমি ঢাকা মেডিকেল কলেজ থেকে ডাক্তারী পাশ করেছি এবং পরে আমেরিকায় গিয়ে ডিগ্রি অর্জন করেছি। আমি দীর্ঘদিন চিকিৎসা করে অভিজ্ঞতা সঞ্চয় করেছি। আপনারা আমার ডাকে এসেছেন খুবই খুশি হয়েছি। আপনারা সকলে সুনামধন্য পল্লী চিকিৎসক। আপনারা আমার প্রতিষ্ঠানের শেয়ার হোল্ডার হয়ে প্রতিষ্ঠানকে সুন্দর ভাবে পরিচালিত করার জন্য সহযোগিতা কামনা করছি। আমার প্রতিষ্ঠানের প্রতি সপ্তাহে বিশেষজ্ঞ চিকিৎসক রোগী দেখছেন এবং আমার প্রতিষ্ঠানে আমেরিকা থেকে সকল প্রকার মেশিন এনেছি। আমি আপনাদের কথা দিচ্ছি স্বল্প খরচে রোগীদের সেবা দিব ইনশাল্লাহ। পরিশেষে আপনাদের সকলের মঙ্গল কামনা করছি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের মার্কেটিং অফিসার বাবু জয়দেব সাহা।
পল্লী চিকিৎসক ডাঃ আলী আশ্রাফ বক্তব্যে বলেন, লীট হেলথ কেয়ার হসপিটাল প্রাঃ লিঃ এর পরিবেশ আমার অনেক ভালো লেগেছে। রোগীদের সকল প্রকার টেষ্ট ও মার্কেটিং লাইনে লোকবল নিয়োগ দিলে প্রতিষ্ঠানটি সফলতা লাভ করবে এবং প্রচার প্রচারনা বাড়াতে হবে। আমি কথা দিচ্ছি পল্লী চিকিৎসগণ আপনার পাশে সব সময় থাকবে।