নাঙ্গলকোট প্রতিনিধি
কুমিল্লার নাঙ্গলকোটে ২০কেজি গাঁজা সহ তিন মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার রায়কোট দক্ষিণ ইউপির শ্যামেরখিল গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২০ কেজি গাঁজা ও একটি পিকাপ উদ্ধার হয়।
আটককৃতরা হলেন শ্যামেরখিল গ্রামের মোহাইমিনুল ইসলাম সোহাগের ছেলে, মাহিনুল ইসলাম ছামির(১৯) পাহাড়তলী সিডিয়া মার্কেট এলাকার, কিরনের ছেলে সাগর(২০) চ্ট্রগ্রাম,ফটিকছড়ি, চিকনচড়া ইউপির, মতিন নগর গ্রামের শেফায়েত উল্ল্যাহর ছেলে, সিয়াম (২০) কে গ্রেপ্তার করেন নাঙ্গলকোট থানার এস,আই ওবাইদুল হক ও সঙ্গীয় ফোর্স
নাঙ্গলকোট থানার এস আই ওবাইদুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নাঙ্গলকোট থেকে চট্টগ্রাম পাচার কালে ২০ কেজি গাঁজা ও একটি পিকাপ সহ তিনজনকে আটক করা হয়েছে। মাদকদ্রব্য আইনে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। এবং তাদেরকে কুমিল্লা আদলতে প্রেরণ করা হয়।