নিজস্ব প্রতিনিধি
আশা এনজিও এর কুমিল্লার লাকসাম সদর-২ ব্যাঞ্চ এর সহকারী ব্যবস্থাপক মোয়াজ্জেম হোসেন সবুজ এর বিরুদ্ধে দূর্নীতিসহ না অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, সবুজ মিয়া গ্রাহকদের সঞ্চয় বই আটক রেখে অবৈধ ভাবে টাকা আদায় করছে। সবুজ মিয়া কুমিল্লা জেলার বাসিন্দা হওয়াতে সকল ক্ষেত্রে পেশিশক্তির প্রভাব বিস্তার করছে। নিরীহ লোকজন হয়রানি করা ও মোবাইলে হুমকি ধুমকি দিয়ে আসছে। সবুজ মিয়া চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী বাজারের পাশে ৭৫/লক্ষ টাকা দিয়ে ভূমি ক্রয় করছে। দলিলে কম মূল্য দেখিয়ে রাজস্ব ফাঁকি দিয়েছে। এব্যাপারে লাকসাম সদর -২ ব্যাঞ্চ এর শাখা ব্যবস্থাপক মাসুদ আলম বলেন, সবুজ মিয়ার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে তিনি কিছু জানেন না তবে লিখিতভাবে অভিযোগ দায়ের করলে তদন্ত কমিটি গঠন করে আইনগত ব্যবস্থা নিবেন। মানবাধিকারকর্মী কেএম আলী আকবর বলেন, আশা এনজিও কর্মী কিভাবে ৭৫/ লক্ষ দিয়ে ভূমি ক্রয় করে? তাও রাজস্ব ফাঁকি দিয়ে, দুদক অনুসন্ধান করে আইনগত ব্যবস্থা নিতে পারে। স্থানীয় জনগনের প্রত্যাশা, আশা এনজিও কর্তৃপক্ষ সবুজ মিয়াকে রাজশাহী বিভাগে বদলী করাসহ বিভাগীয় শাস্তি নিশ্চিত করবে।