চৌদ্দগ্রাম প্রতিনিধি
বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা এবং সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান বলেন, বিএনপি’র সাবেক নেতা বলতে কোন শব্দ নেই। সবাই বিএনপি’র নেতা। তাই সাবেক হওয়ার সুযোগ নেই। যারা দলের ত্যাগী এবং পরিশ্রমি নেতা, যারা বিগত সময়ে দলের কর্মী-সমর্থকদের বুকে আগলে রেখেছেন তাদের দল মুল্যায়ন করা উচিত।
শুক্রবার দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রামে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কনকাপৈত ইউনিয়নের হিংগুলা জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে হিংগুলা হাইস্কুল মাঠে বন্যা দুর্গতদের মাঝে ফ্রি চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন। চৌদ্দগ্রামের কৃতিসন্তান, চট্রগ্রাম মহানগর বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ডাঃ গোলাম কাদের চৌধুরী নোবেলের উদ্যোগে এবং কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি গাজী কবির হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন মজুমদার ফিরোজ, উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারন সম্পাদক খোরশেদ কবির শিপন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জিয়াউর রহমান জিয়া জিয়া, জেলা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম ছুট্ট, উপজেলা বিএনপি’র সাবেক প্রচার সম্পাদক খন্দকার মীর হোসেন, উপজেলা বিএনপি’র সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক হাসান শাহরিয়ার খাঁ, চিওড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আনোয়ার হোসেন পিন্টু।
জেলা বিএনপি নেতা মফিজুর রহমানের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন সাবেক ছাত্রদল নেতা জহির উদ্দিন জহির, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি কাজী জোবায়ের, বিএনপি নেতা হুমায়ুন কবির চৌধুরী, উপজেলা শ্রমিক দলের সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক কামাল হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে ৬জন বিশেষজ্ঞ ডাক্তারের তত্বাবধানে অন্তত ৫’শ রোগীকে ফ্রি মেডিকেল সেবা এবং বিনামুল্যে ঔষধ বিতরণ করা হয়।