স্টাফ রিপোর্টার
কুমিল্লার লাকসাম ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের উদ্যোগে যুগোপযোগী ও নৈতিক শিক্ষার অঙ্গীকার, শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে মঙ্গলবার সকালে কলেজ অডিটোরিয়ামে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহিন উদ্দিন বাহার মিয়াজীর সভাপতিত্বে অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন লাকসাম ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ চেয়ারম্যান ড.সৈয়দ একে এম সরওয়ার উদ্দিন সিদ্দিকী। ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ ইংরেজি প্রভাষক মনকির আলমের সঞ্চালনায় অভিভাবক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ গভর্নিং বোর্ড সদস্য সাংবাদিক আব্দুল কুদ্দুছ, এমডি মাসুম বিল্লাহ মজুমদার, উপ ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ শাহাবুদ্দিন, উপাধ্যক্ষ শাখাওয়াত হোসেন, জি এম মাওলানা নেয়ামত উল্লাহ মজুমদার, অভিভাবক সদস্য শাহনারা আক্তার, জুয়েল আহমেদ-সহ ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ শিক্ষক/শিক্ষিকা বৃন্দ।