• শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৭:৩৫ অপরাহ্ন

নাঙ্গলকোটে জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ

Reporter Name / ২১৭ Time View
Update : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪

নাঙ্গলকোট প্রতিনিধি

কুমিল্লার নাঙ্গলকোটে জোরপূর্বক ভাতিজার জায়গা দখলের চেষ্টার অভিযোগ উঠেছে মো. কামাল নামে এক ব্যাক্তির বিরুদ্ধে।অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার হেসাখাল ইউপির হিয়াজোড়া গ্রামের সুবেদার মেজর আব্দুর রহিমের ছেলে মো. কামাল তার ভাই হাবিলদার আবুল কাশেমের ছেলে গোলাম মহিন উদ্দিন টিপুর মালিকানাধীন ৬ শতক জায়গা জোরপূর্বক দখলের চেষ্টা করে। এতে বাধাঁ দিতে গেলে টিপুর মা- বোনকে মারধর করা হয়। এই ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। টিপুর মা রৌশন আরা বেগম বলেন, তার স্বামী ২০০৬ সালে ছেলে-মেয়ের নামে ৬ শতক জায়গা সাব কবলা দলিল করে দেন। বর্তমানে জায়গাটি তাদের দখলে রয়েছে। বৃহস্পতিবার দেবর মো. কামাল ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে কবরস্থানের জায়গা দখলের চেষ্টা করে ও বিভিন্ন জাতের প্রায় ৫০ টি গাছ কেটে পেলে। বাধাঁ দিতে গেলে এলোপাতাড়ি পিটিয়ে মারাত্মক ভাবে আহত করে। অভিযুক্ত মো. কামাল বলেন, জায়গার মালিক তিনি। এখন শুনেছি, টিপু মামলা করেছে। মামলার রায় আনতে পারলে তাকে জায়গা ছেড়ে দিবো। নাঙ্গলকোট থানার এএসআই সনজয় দত্ত বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে আপাতত উভয় পক্ষকে কাজ বন্ধ রাখতে বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা