নাঙ্গলকোট প্রতিনিধি
কুমিল্লার নাঙ্গলকোটে সম্পত্তি নিয়ে বিরোধে বৃদ্ধ নারীর উপর হামলার অভিযোগ উঠেছে,দুই পুত্র বধূর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার মৌকরা ইউনিয়নের চান্দগড়া গ্রামের প্রবাসী মুজিবুল হকের বাড়িতে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চান্দঁগড়া গ্রামের মজিবুল হকের সাথে তার ভাই হানিফ উদ্দিন মিলন ও মিজানুর রহমানের পরিবারের সাথে সম্পত্তি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলছিল। বৃহস্পতিবার সকালে মুজিবুল হকের দখলকৃত জায়গা থেকে হানিফ উদ্দিন মিলনের স্ত্রী কাজল বেগম ও মিজানুর রহমান স্ত্রী নাজমা বেগম জোর পূর্বক গাছ কেটে নিয়ে যায়। এসময় মজিবুল হকের মাতা- আমেনা বেগম(৬৮) বাঁধা দিলে তাকে রাস্তায় পেলে এলোপাতাড়ি কিল ঘুষি মেরে গুরতর আহত করে এবং বাড়ির গেইট, টিনসেটের বেড়া,পিলার ভাংচুর করে নিয়ে যায়। বৃদ্ধ আমেনা বেগমকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পূর্ব থেকে এ জায়গা নিয়ে বিরোধ থাকায় একাধিক বার শালিসি বৈঠকে স্থানীয় ভাবে মিমাংসা করা হয়। জানা যায়, আমেনা বেগমের ১শতক সম্পত্তি মজিবুল হক ও মিলন মালিক হয়ে শালিসে ষ্টাম্প হয়। মিলন বাড়ির রাস্তা ব্যবহার করবে আর মজিবুল হক পুকুর ব্যবহার করবে। কিন্তু মিলন বাড়ির রাস্তা ব্যবহার করতে বাধা নেই কিন্তু মজিবুল হককে পুকুরের পানি ব্যবহার করতে দিচেছ না। তুছ ঘটনা কে কেন্দ্র করে দুপরিবারের মধ্যে কলহ সৃষ্টি হচ্ছে। মৌকরা ইউনিয়ন পরিষদ সদস্য সালেহ আহমদ বলেন, তাদের মিমাংসকৃত বিষয় নিয়ে দুই পরিবারের মহিলারা সমস্যার সৃষ্টি করছে। এই ব্যাপারে মজিবুল হকের স্ত্রী তাছলিমা আক্তার সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।