লাকসাম প্রতিনিধি
ফ্যাসিস্ট আওয়ামী লীগ কর্তৃক দায়েরকৃত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সকল আসামি উচ্চ আদালতে বেকুসর খালাস পাওয়া খবরে রবিবার কুমিল্লার লাকসামে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করছে লাকসাম উপজেলা ও পৌরসভা বিএনপির নেতৃবৃন্দ।
আনন্দ মিছিলে নেতৃত্বেদেন-লাকসাম পৌরসভা বিএনপি নেতা গোলাম ফারুক, হাজী মুহাম্মদ জসিম উদ্দিন, মনিরুজ্জামান, মোঃ মনির আহমেদ, প্রকৌশলী মাইনুল হক মজুমদার মিঠু, খাজা আহমেদ, আবদুল বারেক, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম-আহবায়ক বাবু বিশ্বতম সাহা বিশু, লাকসাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ রাসেল মজুমদার, মুহাম্মদ জসিম, ন, ফ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ন-আহবায়ক মোঃ জাহিদুল ইসলাম জাহিদ, পৌর ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক তারেক আজিজ ও ছাত্রদল নেতা মহিন উদ্দিন প্রমুখ।
কুমিল্লা-৯ লাকসাম (মনোহরগঞ্জ) সংসদীয় আসনের বিএনপির দলীয় সাবেক এমপি কর্ণেল ( অব.) এম, আনোয়ারুল আজিমের অনুসারী বিএনপির নেতাকর্মীরা আনন্দ মিছিলটি লাকসাম সদরে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে মিষ্টি বিতরণ করেন।