মোঃ হুমায়ুন কবির মানিক
সিরাতুন্নবী (সাঃ) উপলক্ষ্যে কুমিল্লার লাকসামে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামী লাকসাম পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার উদ্যোগে উত্তরকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য, কুমিল্লা জেলা দক্ষিণ সেক্রেটারি ও কুমিল্লা-৯ লাকসাম-মনোহরগঞ্জ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডঃ সৈয়দ একেএম সরওয়ার উদ্দিন সিদ্দিকী বলেন, আমাদের সমাজে মিলাদুন্নবী ও সিরাতুন্নবী শব্দ দুটি নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে। আসলে আরবি ভাষায় আমাদের দুর্বলতার কারণে এ সমস্যা সৃষ্টি হয়েছে। মিলাদুন্নবী মানে রাসূল সাঃ এর জন্ম বৃত্তান্ত। আর সিরাতুন্নবী মানে রাসুল সাঃ এর জীবন বৃত্তান্ত। আমরা যখন রাসূলের জীবন বৃত্তান্ত নিয়ে আলোচনা করব তখন তাঁর জন্ম বৃত্তান্ত আসবেই। কারণ তাঁর জন্ম বৃত্তান্ত জীবন বৃত্তান্তেরই অংশ। তবে রাসুল সাঃ এর একজন অনুসারী হিসেবে তাঁর জীবন বৃত্তান্ত আমাদের জানা আবশ্যক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, লাকসাম পৌরসভা জামায়াতের আমীর মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারী, কুমিল্লা জেলা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পি.পি. অ্যাডভোকেট বদিউল আলম সুজন, লাকসাম পৌরসভা জামায়াতের সেক্রেটারি মাওলানা মুহাম্মদ শহিদ উল্লাহ, লাকসাম পৌরসভা বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ আনোয়ার হোসেন। ৯নং ওয়ার্ড জামায়াতে আমীর অধ্যাপক আবু জাফর মুহাম্মদ ছালেহ’র সভাপতিত্বে ও সেক্রেটারী আশিক বিল্লাহ মজুমদার ও ছাত্রনেতা আরাফাত মজুমদারের পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলেন, ঢাকার হ্যাভেন টিউন নাশিদ ব্যান্ডের চেয়ারম্যান, গাজী আনাস রাওশান। এছাড়াও ঢাকার হ্যাভেন টিউন শিল্পিগোষ্ঠী ও লাকসামের সাহারা সাংস্কৃতিক সংসদের শিল্পীবৃন্দ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। সিরাতুন্নবী (সাঃ) উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যায় শত শত মুসল্লি উপস্থিত ছিলেন।