নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার লাকসামে অভিনব প্রতারণার শিকার হয়ে নগদ টাকাসহ সাড়ে চার লাখ টাকার গহনা খুইয়েছেন এক প্রবাসীর মা। পৌরসভার খাতুন মার্কেটে সংঘটিত এ ঘটনায় থানায় মামলা হয়েছে। প্রবাসী মোরশেদ আলম জানান, তার মা মাকসুদা বেগম (৬০) গত ২৬ নভেম্বর বেলা ১১টায় সাংসারিক বিভিন্ন সামগ্রী ক্রয়ের উদ্দেশ্যে বাজারের মেইনরোডে আসেন। এ সময় এক তরুণী কিছু টাকা দেয়ার জন্য এতিমখানার খোঁজ করে। ওই বৃদ্ধা এতিমখানা চিনেন না জানালে তরুণী তাঁর মাধ্যমেই টাকা দেয়ার প্রস্তাব দেয়। এ সময় কাজের তাড়া দেখিয়ে যেতে চাইলে অনুনয়-বিনয়ের এক পর্যায়ে ওই তরুণী বৃদ্ধার নাকে একটি রুমাল ঘষে দেন। এতে বৃদ্ধা সম্মোহিত হয়ে পড়েন। তখন তরুণী বৃদ্ধাকে খাতুন মার্কেটে নিয়ে যায়। পরে প্রবাসীর মাকে খাতুন মার্কেটের ভিতরে কাজী অফিসের সিড়ি রুমে নিয়ে তাঁর হাতে থাকা ভ্যানিটি ব্যাগ যার মধ্যে মোবাইল ফোন, বৃদ্ধার পাসপোর্ট, একটি চেক বই, এটিএম কার্ড, নগদ ১০ হাজার টাকা, তাঁর কানের স্বর্ণের দুল, এবং গলার চেইন, নাকফুল সমেত দেড় ভরি স্বর্ণালংকারসহ প্রায় সাড়ে ৪ লাখ টাকার মালামাল নিয়ে যায়। পরে অসুস্থ অবস্থায় ওই বৃদ্ধা বাড়ি ফিরে পরিবারের সদস্যদের বিষয়টি জানান। সিসি টিভি ফুটেজের বরাত দিয়ে ওই প্রবাসী আরো বলেন, ‘প্রথমে এক তরুণী আমার মাকে সম্মোহিত করে খাতুন মার্কেট নিয়ে আসে। পরে চেকশার্ট পরিহিত ও জলপাই রংয়ের শার্ট পরিহিত দুই যুবক এসে মোবাইল ফোনে কথা বলতে বলতে আমার মায়ের সাথে থাকা টাকা-পয়সা, মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ বিষয়ে লাকসাম থানার ওসি নাজনীন সুলতানা বলেন, প্রতারক চক্রের সদস্যের সনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে। স্থানীয় কেউ জড়িত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।