স্টাফ রিপোর্টার
কুমিল্লার লাকসাম উপজেলার ফুলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে সমাপনী পরীক্ষার্থীদের উদ্দেশ্য মিলাদ, দোয়া মাহফিল এবং মা ও অভিভাবক সমাবেশ,পুরষ্কার বিতরণী অনুষ্ঠান বৃহস্পতিবার সকালে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
লাকসাম ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও শিক্ষানুরাগী সদস্য মহিন উদ্দিন বাহার মিয়াজীর সভাপতিত্বে মা ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বেলি ফুড প্রোডাক্টস চেয়ারম্যান আলহাজ্ব ইসমাঈল হোসেন।
মা সমাবেশে উদ্বোধনী বক্তব্য রাখেন, ফুলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক ইয়াছমিন আক্তার।
জাহাঙ্গীর আলম মিয়াজীর সঞ্চালনায় মা ও অভিভাবক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ফুলগাঁও বাজার ব্যবসায়ী কমিটি আহবায়ক গিয়াস উদ্দিন, ব্যবসায়ী মমিনুল হক খান মিঠু, সমাজ সেবক ফারুক হোসেন, পিটিএ সভাপতি মিজানুর রহমান, সদস্য আলমগীর হোসেন, সমাজ সেবক হাফেজ মাওলানা মহি উদ্দিন মিয়াজী, আব্দুল মতিন, মাষ্টার ইউসুফ।
এসময় উপস্থিত ছিলেন, সৌদি আরব প্রবাসী জাহাঙ্গীর আলম, সমাজ সেবক হায়াতুন্নবী, শাহিনুর আলম, ডা.ফরিদ আহমেদ, মীর হোসেন, আবুল কাসেম, কবির আহমেদ, শাহ জাহান সাজু, হাছান, বিদ্যালয় সহকারী শিক্ষক মঞ্জুমা আক্তার, সালমা আক্তার, মুর্শিদা আক্তার, মাছুমা আক্তার, খন্দকার ওয়াদাতুল জান্নাত, সাবনাজ সুলতানা প্রমূখ।
অনুষ্ঠান শেষে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথি বৃন্দ এবং সমাপনী পরীক্ষার্থীদের উদ্দেশ্যে মিলাদ ও দোয়া মুনাজাত করা হয়।
দোয়া মুনাজাত পরিচালনা করেন ফুলগাঁও ফাজিল(ডিগ্রী)মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা ইয়াছিন মজুমদার।