সাইফুল ইসলাম
বাংলাদেশে হিন্দুত্ববাদী ইসকনকে নিষিদ্ধের দাবিতে ও এডভোকেট সাইফুল ইসলামের হত্যাকান্ডের বিচার এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কুমিল্লার নাঙ্গলকোটে বুধবার বিকালে তাওহীদি জনতার প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মাওলানা সাজ্জাদ হোসেন রাহাতের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশ বক্তব্য রাখেন, মাওলানা ওয়ালী উল্লাহ, মাওলানা মুসলেহ উদ্দিন, মুফতী আলমগীর হোসেন, মাওলানা নুরুল আমীন, মাওলানা মামুনুর রশীদ, মাওলানা জসিম উদ্দিন প্রমূখ। প্রতিবাদ সমাবেশ বক্তারা বলেন, অতিবিলম্বে ইসকনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে এবং এডভোকেট সাইফুল ইসলামের খুনিদের দ্রুত গ্রেফতার করে ফাঁসি কার্যকর করতে হবে। তা না হলে সারা বাংলাদেশের তাওহীদি জনতা কঠোর আন্দোলনে অংশ নিবে।