জাফর আহমেদ
২৫ নভেম্বর কুমিল্লা রেস্তোরাঁর হলরুমে পিস ফ্যাসিলিটেটর গ্ৰুপ (পিএফজি) লাকসাম ইউনিটের ছাত্র সংগঠন ইয়ুথ পিস এম্বাসেডর গ্ৰুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ইয়ুথ পিস এম্বাসেডর গ্ৰুপের সমন্বয়ক নুরুন্নবী মহসিন ও তসলিমা আক্তারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পিএফজি লাকসাম ইউনিটের নারী এম্বাসেডর নাজমুন নাহার নূপুর। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, দি হাঙ্গার প্রজেক্ট এরিয়া কো-অর্ডিনেটর রাসেল আহমেদ। বক্তব্য রাখেন, পিএফজি লাকসাম ইউনিটের অ্যাম্বাসেডর ও জাকের পার্টির লাকসাম উপজেলা সভাপতি নূরে আলম মানিক, দি হাঙ্গার প্রজেক্ট এর আঞ্চলিক সমন্বয়ক সৈয়দ মোঃ নাসির উদ্দিন, খোদেজা বেগম, পিএফজি লাকসাম ইউনিটের কো-অর্ডিনেটর সাংবাদিক জাফর আহমেদ, পিএফজি সদস্য মোঃ শহিদুল ইসলাম, ইয়ুথ পিস এম্বাসেডর গ্ৰুপের সদস্য মাহফুজুর রহমান শাওন, আলাউদ্দিন অমি, জান্নাতুল ফেরদৌস কারিনা, মোঃ নাছির উল্লাহ, মোঃ আশরাফুল করিম প্রমুখ।