নাঙ্গলকোট প্রতিনিধি
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভা যুবদলের জন বিচ্ছিন্ন লোকজন দিয়ে গায়েবী পকেট কমিটি বাতিল ও আন্দোলন সংগ্রামে অংশগ্রহণকারী কারা নির্যাতিত তৃণমূল নেতাকর্মীদের সমন্বয়ে কমিটি গঠনের দাবিতে সংবাদ সম্মেলন করেছে উপজেলা যুবদলের একাংশ। বুধবার(২৭ নভেম্বর) দুপুরে সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়া সমর্থিত বিএনপি কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, উপজেলা যুবদল সাবেক সাধারণ সম্পাদক মৌকারা ইউনিয়ন চেয়ারম্যান কলিম উল্লাহ ও যুবদল নেতা এস এম নাসির উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন, জোড্ডা পশ্চিম ইউনিয়ন চেয়ারম্যান জসিম উদ্দিন, যুবদল নেতা আশরাফুল আলম উজ্জ্বল, সেলিম জাহাঙ্গীর মন্টু, তারেকুল ইসলাম ভূঁইয়া, সাইফুল্লাহ, লোকমান হোসেন, নিজাম উদ্দীন, সাইফুল ইসলাম, জামাল উদ্দিন স্বপন, নিজাম উদ্দিন, শহিদুল ইসলাম, কাজী কামরুজ্জামান প্রমুখ।
বক্তারা বলেন, অবিলম্বে জনবিচ্ছিন্ন, অপরিচিত ব্যক্তিদের দিয়ে গঠিত কমিটি বাতিল করে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণকারী কারা নির্যাতিত, ত্যাগী তৃণমূল নেতাকর্মীদের সমন্বয়ে কমিটি গঠন করতে হবে। প্রয়োজনে আমাদের নেতা তারেক রহমান তদন্ত করে যারা আন্দোলন সংগ্রামে জীবন বাজি রেখে মাঠে ছিল তাদেরকে দিয়ে যুবদলের কমিটি গঠনের আহ্বান জানান। অন্যথায় আগামীতে গায়েবি পকেট কমিটির বিরুদ্ধে দুর্বার আন্দোলনের ঘোষণা দেন বক্তারা ।