নাঙ্গলকোট প্রতিনিধি
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার রায়কোট দক্ষিণ ইউনিয়নের যুবদলের কমিটি গঠন করা হয়েছে।নিজাম উদ্দিন নেছার সভাপতি বেল্লাল হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ২৪ নভেম্বর রোববার রাতে ঝাটিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে এ কমিটি গঠন করা হয়।সাবেক জাতীয় সংসদ সদস্য আবদুল গফুর ভূঁইয়ার নির্দেশনায় রায়কোট দক্ষিণ ইউনিয়ন যুবদলের কমিটি গঠন করা হয়।সভাপতি পদে পদে নিজাম উদ্দিন নেছার একক প্রার্থী হওয়ায় সর্ব সম্মতিক্রমে তাকে সভাপতি নির্বাচিত হয়েছেন,সাধারণ সম্পাদক পদে দুইজন প্রার্থী হওয়ায় ৯ ওয়ার্ডের ২৭ জন কাউন্সিলর ভোটের মাধ্যমে বেল্লাল হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এতে প্রবীন বিএনপি নেতা আব্দুল লতিফ কন্ট্রাক্টরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বিএনপি নেতা নজরুল ইসলাম মিনু।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিএনপি নেতা,খোরশেদ আলম,লুৎফর রহমান,ফজলুল হক,নুরুল ইসলাম,আবদুল মন্নান,ইব্রাহিম,এয়াকুব সোহেল,জসীম উদ্দিন,সাবেক ইউপি সদস্য ডাক্তার মাহবুব,ইউপি সদস্য ও যুবদল নেতা শাহীন,হাজী আলম,বশির আহাম্মদসহ যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।