মনোহরগঞ্জ প্রতিনিধি
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আফজালুর রহমানের বদলির আদেশ বাতিল করা হয়েছে।
বুধবার (২০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পক্ষে পরিচালক (প্রশাসন) (অঃদাঃ) ও পরিচালক (চঃদাঃ) হোমিও ও দেশজ চিকিৎসা ডাঃ এ বি এম আবু হানিফ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে গত ১৩ নভেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের (স্মারক-৬৫৬) বদলির আদেশ বাতিল করে ডাঃ মোহাম্মদ আফজালুর রহমানকে পূর্বের পদ এবং কর্মস্থলে বহাল রাখা হয়।
এদিকে, বদলির আদেশ প্রত্যাহার করে পূর্বের কর্মস্থল মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পূনর্বহাল হওয়ায় ডাঃ মোঃ আফজালুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার, নার্স ও অন্যান্য স্টাফ এবং রোগীসাধারণ।
উল্লেখ্য, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আফজালুর রহমানের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে গত মঙ্গলবার দুপুরে মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, রোগী সাধারণসহ সর্বস্তরের জনগন স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শরিফুল ইসলাম, ফজলুল করিম ফিরোজ, মোহাম্মদ নাসির উদ্দিন, কমিউনিটি হেল্প কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি), কাজী আবু মঞ্জু, স্বাস্থ্য সহকারী নাইয়ারে দো আলম, ইমাম হোসেন, সিনিয়র স্টাফ নার্স দুর্গা রানি মজুমদার, মনশ্রী হেমব্রম, মনোহরগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য আলমগীর হোসেন।
এ ছাড়াও মানববন্ধনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রায়হান চৌধুরী, মোহাম্মদ রাসেল পারভেজ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ শ্রীকান্ত দেবনাথ, ডাঃ মোঃ শাহরিয়ার, ডাঃ মোঃ নূর মোহাম্মদ শাহিন, ডাঃ এসএম ফারুক, সিনিয়র কনসালটেন্ট ডাঃ জেবুন্নাহার লাভলী, স্টাফ নার্সসহ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক, নার্স ও অন্যান্য স্টাফ, স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও রোগী সাধারণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন