নিজস্ব প্রতিবেদক
অতিবৃষ্টি, বন্যা ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত লাকসামের ৮ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্য বোরো ধানের উফসী ও হাইব্রিড বীজ, শীতকালীন শাক সবজির বীজ ও হাইব্রীড সবজির বীজ, রাসায়নিক সার ও নগদ সহায়তা বিতরণ উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) উপজেলা কৃষি কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে বিতরণ উদ্বোধন করেন, কৃষি মন্ত্রণালয়ের সার ব্যবস্থাপনা ও উপকরণ উইংয়ের যুগ্ম সচিব মোঃ খোরশেদ আলম। উপজেলা কৃষি অফিসার মোঃ আল-আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ, সহকারী কমিশনার (ভূমি) সিফাতুন নাহার।
ওইদিন ৩৪০০ জন কৃষকের মাঝে ১ বিঘা জমির জন্য বোরো ধানের ৫ কেজি উফসী বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার, ৩২০০ জন কৃষকের মাঝে ১ বিঘা জমির জন্য ২ কেজি বোরো ধানের (হাইব্রীড) বীজ, ৭শ’ কৃষকের মাঝে শীতকালীন শাকসবজির বীজ ও নগদ সহায়তা এবং ৭শ’ কৃষকের মাঝে শীতকালীন (হাইব্রিড) সবজির বীজ, রাসায়নিক সার ও নগদ সহায়তা বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সহকারী অতিরিক্ত পরিচালক (বিএডিসি সার) ফৌজিয়া আক্তার, অতিরিক্ত কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ শাহাদাত হোসাইন, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আলী আহমেদসহ অন্যান্য উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ।