নাঙ্গলকোট(কুমিল্লা)প্রতিনিধি
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার রায়কোট উত্তর ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে মাহিনী উচ্চ বিদ্যালয় মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রবীণ বিএনপি নেতা মিয়া মোহাম্মদ ইদ্রিস এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে সাবেক এমপি আবদুল গফুর ভূঁইয়া বলেন, কর্মীহীন নেতারা কমিটি কিনে এনে তারাও ইউনিয়ন, ওয়ার্ডে পকেট কমিটি গঠন করেন, দলের গঠনতন্ত্র অনুযায়ী গ্রাম কমিটি ওয়ার্ড কমিটি করবেন। সম্মেলনের মাধ্যমে ওয়ার্ড কমিটি ইউনিয়ন কমিটি করবে। ইউনিয়নের নেতৃবৃন্দ উপজেলা কমিটি করে তাদের নেতা নির্ধারণ করবেন। কিন্তু নাঙ্গলকোটের কিছু কর্মিহীন কিছু লোক বলে ভাই যুবদল কমিটি নিয়ে আসছি, যারা একথা বলে তাদেরকে বলতে চাই তোমাদের এ কমিটি অবৈধ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,কাজী শাহ আলম, দক্ষিণ জেলা জাসাসের সহসভাপতি সায়েম মজুমদার শিপু, উপজেলা বিএনপি নেতা মাজহারুল ইসলাম ছুপু,রায়কোট দক্ষিণ ইউপির বিএনপি নেতা নজরুল ইসলাম মিনু,পৌর বিএনপি নেতা আনোয়ার হোসেন মুকুল,ইউপি বিএনপি নেতা কাজী দেলোয়ার হোসেন, কালাম মেম্বার,ছবির মেম্বার,জাফর আহমদ মোল্লা,ইউপি সেচ্ছাসেবক দলের সভাপতি মাহাবুব,বিএনপি নেতা ডাঃ দেলোয়ার হোসেন,যুবদল নেতা তোফাজ্জল হোসেন টিপু, দক্ষিণ যুবদল নেতা নেছার উদ্দিন সহ আরও অনেকে।