নাঙ্গলকোট(কুমিল্লা)প্রতিনিধি
কুমিল্লার নাঙ্গলকোটে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) ৫নং রায়কোট দক্ষিণ ইউপি বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে তুলতলী উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিএনপি নেতা নজরুল ইসলাম ভূইয়া (মিনু) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সাবেক উপজেলা ছাত্র দল সভাপতি মাজহারুল ইসলাম ছুপু, কেন্দ্রীয় যুবদল নেতা আব্দুল মমিন সবুজ, ৫নং ওয়ার্ড সদস্য শাহিন উদ্দিন মজুমদার। এ সময় উপস্থিত ছিলেন- যুবদল নেতা নিজাম উদ্দিন নেছার, ইজাজ, ছাত্রদল নেতা শাওন, স্বেচ্ছাসেবক দল নেতা কামাল হোসেন ও আজগর প্রমূখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- বড় বড় মেগা প্রজেক্ট দেখিয়ে নেতাদের পকেট বারি করেছে। সে টাকা দেশে রাখে নাই, বিদেশে প্রচার করেছে। এক মাপিয়া শাহজাহান বাবলু নাম শুনেছেন আপনারা। বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছেন। সে হাজার হাজার কোটি টাকা ডুবাতে প্রচার করেছেন। সে নিয়ে করেছে মানিকগঞ্জে। প্রয়াত বিএনপি নেতা দেলোয়ার হোসেনের বাড়িও মানিকগঞ্জ। তার ছেলে একটা মাদকাসক্ত। তাকে দিয়ে বিএনপির মনোনয়ন নিয়েছেন। এখন আর ওই ভাবে মনোনয়ন দেয়া নেয়া হবে না।