লাকসাম প্রতিনিধি
কুমিল্লার লাকসাম উপজেলায় সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকা, দলে বিশৃঙ্খলা সৃষ্টি ও পৌর যুবদলের দুই নেতাকে লাঞ্ছিত করার অভিযোগে উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুর রহমান বাদলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন যুবদলের নেতাকর্মীরা। সোমবার (১১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা ও পৌরসভার যুবদলের ব্যানারে বিক্ষোভ মিছিলটি পৌরসভা সড়ক থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়কে প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে সামনে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক জিল্লুর রহমান ফারুক, সাবেক সভাপতি মাহবুবুর রহমান মানিক, আবু বক্কর সিদ্দিক মিল্টন, পৌরসভা যুবদলের আহ্বায়ক মাহবুবুল হক মনু, সদস্য সচিব আফজাল হোসেন, যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শফিউল্লাহ, রায়হানসহ যুবদলের নেতাকর্মীরা। সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুর রহমান বাদল দলে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। তিনি আজ (সোমবার) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ইউএনওর সঙ্গে দেখা করা নিয়ে পৌর যুবদলের আহ্বায়ক মাহবুবুল হক মনু ও সদস্য সচিব আফজাল হোসেনকে লাঞ্ছিত করেছেন। এ ঘটনায় যুবদলের নেতাকর্মীরা একত্র হয়ে তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন। তিনি পদত্যাগ না করলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। দলে থেকে কাউকে বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া হবে না। এ বিষয়ে জানতে আহ্বায়ক আব্দুর রহমান বাদলের বক্তব্য জানার জন্য একাধিকবার ফোন দিলেও তিনি লাইন কেটে দেন। পরে মোবাইলে ক্ষুদে বার্তা পাঠালেও তিনি সাড়া না দেওয়ায় তার বক্তব্য জানা যায়নি।