নিজস্ব প্রতিবেদক
নাঙ্গলকোট উপজেলর বক্সগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ২০০২ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থীদের মিলন মেলা ২০২৪ বক্সগঞ্জ স্বপ্নবাড়ি পার্কে অনুষ্ঠিত হয়েছে। ”বন্ধুত্বের বন্ধনে থাকবো আজীবন” এ পতিপ্রাদ্য নিয়ে আয়োজিত মিলন মেলায় উপস্থিত ছিলেন পুলিশ উপ পরিদর্শক ওবায়দুল হক, দয়াল রায়, আল আমিন, সহকারী উপ পরিদর্শক সজল। সার্বিক কার্যক্রম বাস্তবায়নে নিয়োজিত ছিলেন কৃঞ্চ চক্রবর্তী, সাইফুল ইসলাম রিয়াদ, নুরের রহমান মোল্লা,কামরুজ্জামান হাজারী ও আনোয়ার হোসেন প্রমুখ। বন্ধু মিলন মেলায় উপস্থিত ছিলেন বক্সগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ২০০৪ এসএসসি ব্যাচের শিক্ষার্থীগন।