মনোহরগঞ্জ প্রতিনিধি
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বড় কেশতলা নিজ সংবর্ধিত হলেন, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব মোঃ আনোয়ার উল্লাহ। ৯ নভেম্বর উপজেলার বড় কেশতলা গ্রামবাসী ও বড় কেশতলা উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্র-ছাত্রীরা এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। বড় কেশতলা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সংবর্ধনার জবাবে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সচিবালয়ের সচিব মোঃ আনোয়ার উল্লাহ এফসিএমএ বলেন, এ মাটির সন্তান আমি। এই স্কুল প্রাঙ্গণে আমার শৈশবের বেড়ে ওঠা। আপনাদের দোয়া আর ভালোবাসায় আমি আজ প্রতিষ্ঠিত। অবহেলিত মনোহরগঞ্জের উন্নয়নে আমার সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে।
বিশেষ অতিথির বক্তব্যে মামটেক্স গ্রুপের এমডি বিশিষ্ট রাজনীতিবিদ মোবারক উল্লাহ মজুমদার বলেন, আমাদের আগামী প্রজন্মকে আনোয়ার উল্লাহ এফসিএমএর মতো গড়ে তুলতে হবে, সেজন্য ভারত আর আওয়ামী লীগ মার্কা নাচ আর আলু ভর্তা শেখানোকে বিদায় জানাতে হবে। আমাদের শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজাতে হবে। শিক্ষকরা আরো আন্তরিকভাবে পাঠদান করতে হবে। সময়োপযোগী শিক্ষা দানে শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে, তবেই আমাদের সন্তানরা প্রত্যেকেই একজন আনোয়ার উল্লাহ হয়ে উঠবে। সৈয়দ আহমদ মোল্লার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ফাহরিয়া ইসলাম, বাংলাদেশ নাগরিক অধিকার ফোরামের সভাপতি শাহনাজ আক্তার রানুসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সচিবকে মনোহরগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।