মিজানুর রহমান
নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের নগরকান্দা প্রেস ক্লাব এর দ্বি বার্ষিক নির্বাচন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। ৯ নভেম্বর শনিবার শহীদ মুক্তিযোদ্ধা আকরামুননেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের কক্ষে সকাল ৯ টা থেকে বেলা ১ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ চলে।
প্রেস ক্লাব এর ৩৫ জন সদস্য ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি পদে ২ জন, সহ সভাপতি পদে ৪ জন,সাধারণ সম্পাদক পদে ৩ জন প্রার্থীদের সাথে ভোট যুদ্ধের সমাপ্তি ঘটে।সভাপতি পদে ( ২৫ ভোট) বিজয়ী হয়েছেন শওকত আলী শরীফ (দৈনিক দিনকাল) ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বোরহান আনিস (দৈনিক সমকাল) তিনি পেয়েছেন ১২ ভোট। সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বেলায়েত হোসেন (দৈনিক খবর পত্র)১৮ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এহাসানুল হক (দৈনিক খোলা চোখ) ১৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন সাধারণ সম্পাদক পদে লিয়াকত হোসেন (দৈনিক মানব জমিন) ১৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাফুজুর রহমান (দৈনিক যায়যায়দিন) পেয়েছেন ১২ ভোট। নির্বাচনী ফলাফল ঘোষণা কালে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার কাফী বিন কবির, সরকারি কমিশনার ভূমি মোঃ মাসুম বিল্লাহ্ ও নির্বাচন ননির্বাচন কমিশনার সাইয়াদুর রহমান বাবলু,শামসুল হুদা হুদূ,মাহাবুব আহাদ।পরিদর্শন আসেন বিভিন্ন উপজেলা থেকে সাংবাদিক বৃন্দ। উপজেলা নির্বাহী অফিসার কাফী বিন কবির চুড়ান্ত ফলাফল ঘোষণা করেন।নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ সফর আলীর নির্দেশনা নিরাপত্তার মধ্যে নির্বাচন সমাপ্ত হয়।