লাকসাম প্রতিনিধি
কুমিল্লার লাকসামে একটি মিথ্যা মামলায় আদালতে আত্মসমর্পণ করতে গিয়ে বিজ্ঞ আদালত জামিন না দিয়ে জেলা যুবদল নেতা সাইমুন রহমান রকি ও সাঈদ হাসান সাকিল কে কারাগারে প্রেরণ করেন। দুই যুবদল নেতার মুক্তির দাবীতে এলাকায় প্রতিনিয়তস বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অব্যাহত রয়েছে।
জানা যায়, ২০২৩ সালে লাকসাম দক্ষিণ বাইপাস এলাকায় একটি রাজনৈতিক ঝামেলা নিয়ে মিথ্যা মামলা ঘিরে জেলা যুবদল নেতা সাইমুন রহমান রকি, সাঈদ হাসান সাকিল, লাকসাম প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মশিউর রহমান সেলিম সহ স্থানীয় বিএনপির একাধিক নেতার নামে লাকসাম থানায় একটি মিথ্যা মামলা দায়ের করে যা স্থানীয় বিএনপিকে ধ্বংস করার লক্ষ্যে এ মামলাটি সাবেক বাকশালী সরকার হাতিয়ার হিসাবে ব্যবহার করে। এ মামলায় তাৎক্ষনিক ৫ জন আসামী হাইকোর্ট থেকে জামিন নিয়ে নেয় এবং পরক্ষনে আইনের প্রতি শ্রদ্ধাশিল হয়ে জেলা যুবদল নেতা ১নং আসামী সাইমুন রহমান রকি ও ২নং আসামী সাইধ হাসান সাকিলও মহামান্য হাইকোর্ট থেকে অস্থায়ী জামিন নিয়ে গত বৃহস্পতিবার নি¤œ আদালতে হাজির হয়ে জামিন নিতে গিয়ে বিজ্ঞ আদালত তাদের দু’জনকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ নিয়ে এলাকার রাজনৈতিক মহলে ক্ষোভ বিরাজ করছে এবং অবিলম্বে তাদের দু’জনের মুক্তি দাবী করছে এলাকাবাসী।