এম এম ইউসুফ আলী
কুমিল্লা জেলা মাদ্রাসা শিক্ষা উন্নয়ন অ্যাসোসিয়েশন মেধার উদ্যোগে বৃত্তি পরীক্ষা ২০২৪ গত ৯ নভেম্বর শনিবার নাঙ্গলকোট উপজেলার বাহুড়া দারুল আরকাম মাদ্রাসা কেন্দ্রে অনুষ্ঠিত হয়। কেন্দ্র সচিব হিসেবে দায়িত্বে ছিলেন দারুল আরকাম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা তোফাজ্জল হোসেন।উক্ত পরীক্ষা কেন্দ্রে চারটি মাদ্রাসা দুই শতাধিক পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। পরীক্ষাটি ছিল প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের। কেন্দ্রে অংশগ্রহণকারী মাদ্রাসাগুলো হল বাহুড়া দারুল আরকাম, ছাটিতলা দাখিল মাদ্রাসা, ঘোয়াময়দান তালিমুল কুরআন ও দেওভান্ডাল মাদ্রাসা। বোর্ডের পক্ষ থেকে অফিসার হিসেবে ছিলেন মোহাম্মদ শরিফুল ইসলাম। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন বাইয়ারা জয়নাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুর রহমান পাটোয়ারী, দেওভান্ডাল মাদ্রাসার প্রধান মাওলানা ইমাম হোসেন, ঘোড়াময়দান তালিমুল কুরআন মাদ্রাসার মাওলানা দেলোয়ার হোসেন।জানা যায় কুমিল্লা জেলার আটটি উপজেলায় উক্ত বৃত্তি পরীক্ষায় ১৫ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। বাংলা কেন্দ্রের পরীক্ষায় সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মাওলানা আবু জাফর সিরাজী।