নাঙ্গলকোট প্রতিনিধি
ঢাকায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে পুলিশের হাতে গুলিবিদ্ধ নাঙ্গলকোটের রাইড শেয়ারিং চালক হতদরিদ্র শামীম হোসেনকে সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামানের নির্দেশে সেনাবাহিনীর পক্ষ থেকে নতুন ঘর হস্তান্তর করা হয়েছে। রোববার (৩নভেম্বর) দুপুরে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার আদ্রা দক্ষিণ ইউনিয়নের মেরকোট গ্রামে শামীমের বাড়িতে এ ঘর হস্তান্তর অনুষ্ঠিত হয়। শামীম মেরকোট গ্রামের মৃত-ইব্রাহিম খলিলউল্লাহর ছেলে।
এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লা সেনানিবাস ৪৪ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ ফারুক হাওলাদার এএফডবøউসি পিএসসি, সেনাবাহিনী লাকসাম ক্যাম্প ৫ সিগন্যাল ব্যাটালিয়ন লেফট্যানেন্ট কর্নেল খবির হোসেন, মেজর গোলাম শাহাদাত, নাঙ্গলকোট সেনা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সৈকত , নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আক্তার লাকী, সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ মেহেদী হাসান, নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ (ওসি) এ কে ফজলুল হক, নাঙ্গলকোট প্রেসক্লাব সভাপতি মজিবুর রহমান মোল্লা প্রমুখ।
জানা যায়, গত ১৯ জুলাই দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ঢাকার রামপুরা টিভি ভবন এলাকায় মিছিলে রাইড শেয়ারিং চালক হতদরিদ্র শামীম হোসেন পুলিশের গুলিতে ডান হাতে গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ শামীম ঢাকা হৃদরোগ ইন্সস্টিটিউট ও হাসপাতাল ও পঙ্গু হাসপাতাল হয়ে ঢাকা সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।ওই সময় সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান ছাত্র আন্দোলনে আহতদের পরিদর্শনকালে শামীম হোসেন বন্যায় তার ঘর ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি সেনাবাহিনী প্রধানকে জানান এবং সহায়তার জন্য অনুরোধ করেন। ওই সময় সেনাবাহিনী প্রধান শামীম হোসেনকে সেনাবাহিনীর পক্ষ থেকে একটি ঘর তৈরী করে দেওয়ার আশ্বাস প্রদান করেন।
পরে সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামানের অনুমোদনক্রমে কুমিল্লা সেনাবাহিনীর জিওসি ৩৩ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার কুমিল্লার সার্বিক দিক নির্দেশনায় সেনাবাহিনীর অর্থায়নে ৪৪পদাতিক ব্রিগেডের অধীনে নাঙ্গলকোট সেনা ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনায় শামীম হোসেনকে রান্নাঘর ও টয়লেটসহ তিন কক্ষ বিশিষ্ট একটি টিনের ঘর তৈরী করে দেয়া হয়।