এম এম ইউসুফ আলী
#নাঙ্গলকোট প্রতিনিধি#
কুমিল্লার নাঙ্গলকোটে চলমান রাজনীতি নিয়ে জাতীয়তাবাদী দল বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের উদ্যোগে পেরিয়া ইউনিয়নের চেহরিয়া গ্রামে গত ১ নভেম্বর শুক্রবার রাতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নাঙ্গলকোট উপজেলা উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি ও উপজেলা বিএনপির সদস্য আবু সায়েম আজাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চেহরিয়া গ্রামের বিএনপি সাবেক আর্মি মোহাম্মদ উল্লাহ, উপস্থাপনায় ছিলেন মাষ্টার মোঃ আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক খন্দকার হাবিব, যুবদল নেতা মুরাদ মজুমদার, পেরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোস্তফা মাহমুদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য শাহাব উদ্দিন, বিএনপি নেতা মাষ্টার মোবারক মজুমদার, সামছুল হক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শরিফুল ইসলাম ভূঁইয়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন, নাঙ্গলকোট উপজেলা ছাত্র দলের সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মাইনুল হাছান লিটন,যুবদল নেতা খোকন গাজী, সোহেল প্রমূখ। এর পূর্বে দৌলতপুর গ্রামের বিএনপি নেতা মরহুম আবদুর রশিদের কবর জিয়ারত ও উপজেলা যুবদলের সদস্য চান্দপুর গ্রামের বাসিন্দা অসুস্থ মোঃ হারুনুর রশিদের অসুস্থতার খোঁজ খবর নেন আবু সায়েম আজাদ এ সময় তার সাথে বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।