আজ
|| ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৮ই রজব, ১৪৪৬ হিজরি
বাংলাদেশ ভূঁইয়া সোসাইটি কেন্দ্রীয় কমিটির সদস্য হলেন চৌদ্দগ্রামের কালাম ও লাবলু
প্রকাশের তারিখঃ ২ নভেম্বর, ২০২৪
চৌদ্দগ্রাম প্রতিনিধি
বাংলাদেশ ভূঁইয়া সোসাইটির(বিবিএস) কেন্দ্রীয় নির্বাহী কমিটির ১০১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের দক্ষিণ বেতিয়ারা গ্রামের আবুল কালাম ভূঁইয়া ও বাতিসা ইউনিয়নের নানকরা গ্রামের সারওয়ার হোসেন ভূঁইয়া লাবলুকে সদস্য করা হয়েছে। গত ২৯ অক্টোবর বাংলাদেশ ভূঁইয়া সোসাইটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির উপদেষ্টা পরিষদের সদস্য এডভোকেট এখলাছ উদ্দিন ভূঁইয়া, প্রফেসর মোঃ নুরুল ইসলাম ভূঁইয়া ও নজরুল ইসলাম ভূঁইয়া’র স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির অনুমোদন দেন।
আহবায়ক কমিটিতে আবুল কালাম ভূঁইয়া ও সারওয়ার হোসেন ভূঁইয়া লাবলুকে সদস্য করায় সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ এবং বাংলাদেশ ভূঁইয়া সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বর্তমান আহবায়ক ফারুক হোসেন রাজডা ভূঁইয়াকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন চৌদ্দগ্রাম উপজেলা কমিটির নেতৃবৃন্দ।
উল্লেখ্য, বাংলাদেশ ভূঁইয়া সোসাইটি(বিবিএস) একটি অরাজনৈতিক জনকল্যাণে অঙ্গিকারবদ্ধ একটি প্রগতিশীল সমাজসেবামূলক সংগঠন হিসেবে দেশ ও বিদেশে কাজ করে যাচ্ছে।
সম্পাদক ও প্রকাশক : জামাল উদ্দিন স্বপন কার্যালয় : ৮২, বাইপাস সড়ক মধ্য লাকসাম, লাকসাম, কুমিল্লা। ফোন: ০১৭১১৯৫০০৪০ ইমেইল: sobujpotra.info @gmail.com