মনোহরগঞ্জ প্রতিনিধি
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান দুলালের গাড়িতে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার(৩০ অক্টোবর) দুপুরে উপজেলার ইউনিয়নের বড়কাছি এলাকায় এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
ডবপুলাসার ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান দুলাল জানান,তিনি বুধবার দুপুরে ইউনিয়নের বড়কাছি গ্রামের রঙ্গ মিয়ার কুলখানিতে যান। আসার সময় সড়কের উপরে গাড়িটি পার্কিং করে রেখে যান। কুলখানিতে থাকা অবস্থায় লোকজনের চিৎকার শুনে ছুটে এসে দেখেন তার গাড়িটি আগুনে জ্বলছে। পরে আগুন নিভানোর চেষ্টা করে স্থানীয়রা। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেন।
এ বিষয়ে যোগাযোগ করা হলে মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, গাড়িতে অগ্নিসংযোগের একটি সংবাদ পেয়েছি। কে বা কারা এ গাড়ি পোড়ার সংঙ্গে জড়িত বিষয়টি তদন্ত সাক্ষেপের বিষয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে।