মনোহরগঞ্জ প্রতিনিধি
কুমিল্লা মনোহরগঞ্জ উপজেলার বাইশগাঁও ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে নোয়াগাঁও বট গাছতলা নামক স্থানে পানচাইল সড়কের বাম পার্শ্বে সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে। নোয়াগাঁও গ্রামের দ্বীন মোহাম্মদ এর ছেলে মোঃ মিজানুর রহমান ও তার ভাই মাহফুজের বিরুদ্ধে গত ০৩ অক্টোবর সহকারী কমিশনার (ভূমি) নিকট এ অভিযোগ করেন কতিপয় গ্রামবাসী।
অভিযোগের সূত্রে জানা যায়, নোয়াগাঁও গ্রামের মধ্য দিয়ে বয়ে যাওয়া ১/১ খতিয়ানে ৮৪ শতাংশ সরকারি খালের উপর দোতলা ভবন নির্মাণ করে মার্কেট ও মুরগীর খামার করে অভিযুক্তরা। তারা অবৈধ স্থাপনা নির্মাণ করতে গিয়ে উক্ত খালের পানি প্রবাহ স্বাভাবিক রাখার জন্য ব্যবহৃত কালভার্টের মুখ বন্ধ করে দেয়ায় পানি নিষ্কাশন বন্ধ হয়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে গ্রামের অনেকগুলো পরিবার ক্ষতিগ্রস্থ। তাছাড়া উক্ত খালে স্থানীয় জেলেরা মাছ ধরে জীবিকা নির্বাহ করত। তারাও বঞ্চিত আজ।
মিজান-মাহফুজরা তাদের নির্মিত ভবনে রাতদিন জুয়া, মদ, রাজনৈতিক বলয় সৃষ্টি করে বিচারকার্য পরিচালনার নামে দুর্বল অসহায় মানুষদের কাছ থেকে বিভিন্ন ভাবে টাকা আদায়সহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপ করছে বলেও জানান ওই গ্রামের বাসিন্দা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আব্দুল হাকিম।
এদিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর নির্দেশে গত ২২ অক্টোবর মান্দারগাঁও ইউনিয়ন ভূমি অফিস কর্মকর্তা মোস্তফা কামাল সরেজমিন পরিদর্শন করেন এবং উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি)নাছরিনের সাথে যোগাযোগ করলে তিনি জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।