নাঙ্গলকোট প্রতিনিধি
নাঙ্গলকোটের পেড়িয়া ইউনিয়ন যুবদলের আয়োজনে যুবদলের ৪৬ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা রোববার কাকৈরতলা বাজার দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। যুবদল নেতা মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা জেলা জাসাস যুগ্ম আহবায়ক এ কে এম সায়েম মজুমদার শিপু। বক্তব্য রাখেন, পেড়িয়া ইউনিয়ন বিএনপি সমন্বয়ক ইয়াছিন মজুমদার, বিএনপি নেতা আইয়ুব আলী, বিএনপি নেতা মোশারফ হোসেন, উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক কাজী জসিম উদ্দিন, উপজেলা যুবদল সদস্য মোবারক খাঁন, হাজী মাহবুব, বাঙ্গড্ডা ইউনিয়ন বিএনপি নেতা মিজানুর রহমান বিএসসি, যুবদল নেতা মাস্টার মোবারক, পেড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল আহবায়ক আবদুল মান্নান মনু, যুগ্ম আহবায়ক মোস্তফা মাহমুদ, যুবদল নেতা মাঈন উদ্দিন, ছাত্রদল নেতা পারভেজ ভূট্রো প্রমুখ। পরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা হয়।
প্রধান অতিথি এ কে এম সায়েম মজুমদার শিপু সাম্য ও মানবিক সমাজ বি-নির্মাণে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল এবং ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। তিনি বলেন, গত বন্যায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা যেভাবে বন্যাদুর্গতদের মানুষের সেবায় এগিয়ে এসেছে। সেভাবে সমাজের অসহায় মানুষের সেবায় এগিয়ে আসার আহবান জানান। তিনি আগামী সংসদ নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের প্রত্যেকটি গ্রাম ও ওয়ার্ডে বিএনপি ও অঙ্গসংগঠনকে শক্তিশালী করতে জোরালোভাবে কাজ করার আহবান জানান। যাতে করে এ সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী জয়লাভ করতে পারে।