চৌদ্দগ্রাম প্রতিনিধি
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মু. বেলাল হোসাইন।
শনিবার বিকেলে ধনিজকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ৬নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি ও মেসার্স নুসরাত ট্রেডার্সের স্বত্বাধিকারী মোঃ খলিলুর রহমান মজুমদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম ফাউন্ডেশনের সেক্রেটারী ও সাবেক ছাত্রনেতা আলহাজ্ব শেখ আহমেদ, শুভপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি ডাঃ মফিজুর রহমান, সেক্রেটারী ডাঃ মোশারফ হোসেন বাহার, বিশিষ্ট ব্যবসায়ী আহসান উল্যাহ, শুভপুর ইউনিয়ন যুব বিভাগের সভাপতি সোহাগ হাসান, সহ-সভাপতি আরিফুর রহমান, ৬নং ওয়ার্ড যুব বিভাগের সভাপতি শাহাদাৎ হোসেনসহ ওয়ার্ড জামায়াতে ইসলামী ও যুব বিভাগের নেতৃবৃন্দ।