এম এম ইউসুফ আলী
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলা ও পৌরশাখার যৌথ উদ্যোগে মহাসমাবেশ গত ১১ অক্টোবর শুক্রবার বিকেলে নাঙ্গলকোট এ আর মডেল সরকারি উচ্চ বিদ্যালয় ময়দানে অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক,সাবেক বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি এডভোকেট আতিকুর রহমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামির মজলিসে সুরার সদস্য, ইসলামি ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মোঃ ইয়াসিন আরাফাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা দক্ষিণ শাখার জামায়াতের ইসলামের সাধারণ সম্পাদক ডাক্তার আব্দুল মবিন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কুমিল্লা জেলা দক্ষিণ এর সভাপতি মোহাম্মদ খাইরুল ইসলাম, সাধারণ সম্পাদক মাস্টার আব্দুল করিম,নাঙ্গলকোট উপজেলা জামায়াত ইসলামির আমির মোহাম্মদ জামাল উদ্দিন, নাঙ্গলকোট পৌরসভা জামায়াত ইসলামীর আমির মাওলানা এস এম মহিউদ্দিন,নাঙ্গলকোট পৌরসভা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাস্টার মোঃ সোলায়মান, কুমিল্লা দক্ষিণ জেলা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, নাঙ্গলকোট পৌরসভা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, নাঙ্গল পৌরসভা কর্ম পরিষদ সদস্য এডভোকেট আনোয়ার হোসেন, আই বি ডব্লিউ এর নাঙ্গলকোট পৌরসভার সাধারণ সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন প্রমুখ।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এর নাঙ্গলকোট উপজেলা সভাপতি ওমর ফারুক মিয়াজী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শ্রমিক কল্যান ফেডারেশন এর নাঙ্গলকোট উপজেলার সাধারণ সম্পাদক মোঃ জুবার উদ্দিন খন্দকার ও শ্রমিক নেতা মাস্টার আলাউদ্দিন শিচতী।সমাবেশে বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার নিয়ে আলোচনা করেন এবং রোডের মধ্যে জিবি রেশন কার্ড চালু ও শ্রমিকদের সন্তানদের ফ্রি তে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ানো বিষয়ে আলোচনা রাখেন। সমাবেশে কয়েক হাজার লোকের সমাগম ঘটে। সভাপতির বক্তব্য মাধ্যমে সম্মেলন সুন্দরভাবে সমাপ্ত হয়।