চৌদ্দগ্রাম প্রতিনিধি
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদা’র দিক-নির্দেশনায় উপজেলার কাশিনগর ইউনিয়ন উত্তর যুবদলের ১, ২, ৩, ও ৪নং ওয়ার্ডের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক জামাল উদ্দিন মামুন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপজেলা কৃষকদলের সভাপতি মোঃ শাহ আলম। বিশেষ বক্তা ছিলেন উপজেলা যুবদলের ১নং যুগ্ম আহ্বায়ক আবুল হাসনাত মিঞা মো জোবায়ের হোসেন। উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ শাহ নেওয়াজ মজুমদার।
শুক্রবার বিকেলে জয়মঙ্গলপুর এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কাশিনগর ইউনিয়ন উত্তর যুবদলের আহ্বায়ক মোঃ ইয়াকুব গাজী সভাপতিত্বে বিশেষ অতিথি উত্তর বিএনপির আহ্বায়ক রাসেল মাহমুদ মজুমদার টিটু, সদস্য সচিব আলমগীর হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ শহিদুল ইসলাম, আবুল হাসেম, নুর মোহাম্মদ, খোরশেদ আলম, উপজেলা মৎস্যজীবি দলের সদস্য সচিব মো হুমায়ুন কবির।
কাশিনগর ইউনিয়ন উত্তর যুবদলের সদস্য সচিব সোহল রাজা ও আলমগীর হোসেনের যৌথ সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলি ভুট্টো, উপদেষ্টা মাকসুদুর রহমান, রাব্বি গাজী, উপজেলা ছাত্রদল নেতা মাছুম বিল্লাহ, আবদুল খালেক পরশ, কাশিনগর দক্ষিণ স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মোঃ ইব্রাহিম, কাশিনগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক মামুনুর রশীদ, মোতাহার হোসেন জাসিম, আলমগীর হোসেন, মো মনির হোসেন, কৃষকদলের সাধারণ সম্পাদক মোঃ আলী, উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম, ওমর ফারুক, সাদ্দাম হোসেনসহ বিভিন্ন ওয়ার্ড যুবদলের নেতৃবৃন্দ।
সম্মেলনে শেষে ১নং ওয়ার্ডে মো জামাল উদ্দিনকে সভাপতি, মোঃ শাহজাহান মিয়াকে সাধারণ সম্পাদক, ২নং ওয়ার্র্ডে মীর হোসেনকে সভাপতি, মো মিজান উদ্দিন সর্দারকে সাধারণ সম্পাদক, ৩নং ওয়ার্ডে মো রাসেল মিয়াকে সভাপতি, জাহাঙ্গীর হোসেনকে সাধারণ সম্পাদক, ৪নং ওয়ার্ডে মোঃ মোফাজ্জল হোসেনকে সভাপতি, মোঃ দেলোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক করে যুবদলের কমিটি ঘোষণা করা হয়।
নবÑনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদা ও উপজেলা যুবদলের নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।