বিশেষ সংবাদদাতা
বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর উদ্যেগে রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে কুমিল্লা জেলা শিল্পকলা অডিটোরিয়ামে উক্ত রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরী’র আমীর কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা আবু তাহের মু.মাছুম। অন্যানদের মধ্যে রুকন সম্মেলনে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরী’র সেক্রেটারী অধ্যাপক এমদাদুল হক মামুন, কুমিল্লা মহানগরী’র নায়েবে আমীর মোহাম্মদ মোসলে উদ্দিন, কুমিল্লা মহানগরী’র সহকারী সেক্রেটারী মোশারফ হোসেন, কামরুজ্জামান সোহেল, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন কুমিল্লা মহানগরীর সভাপতি নজির আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ রুকন সম্মেলনে উপস্থিত ছিলেন। প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা আবু তাহের মু.মাছুম তাহার বক্তেব্যে বলেন- দল-মত, ধর্ম-বর্ণ বাছাই না করে জনগণের কল্যাণে সকলকে ঐক্যবদ্ধ হয়ে দ্বীনের দাওয়াত দিতে হবে। তিনি বলেছেন, ‘একটি সফল বিপ্লবের জন্য মানুষের ঘরে দাওয়াত সম্প্রসারণের কোনো বিকল্প নেই।’ তিনি দেশ ও জাতির কল্যাণে রুকনদের যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার আহ্বান জানান। ছাত্র-জনতার দুর্বার আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী ও ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের পতনে জনজীবনে স্বস্তি ফিরে এসেছে। তাই এই বিজয়কে মজবুত করতে জামায়াতের রুকনদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে