এম এম ইউসুফ আলী
হিন্দু ধর্মালম্বীদের ধর্মীয় উৎসব দুর্গাপূজার দ্বিতীয় দিনে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের বোড়রা বিষ্ণু মন্দিরে গত ৮ অক্টোবর রাতে মহা পঞ্চমী অনুষ্ঠিত হয়। মন্দিরের পুরোহিত শ্রী সদা নন্দ চক্রবর্তীর পরিচালনায় মহা পঞ্চমীর পূজা অর্চনা হয়। এ সময় মন্দির পরিচালনা কমিটির উপদেষ্টা সাবেক সোনালী ব্যাংকের ম্যানেজার স্বপন কুমার দাস উপস্থিত ছিলেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পূজা কমিটির সভাপতি ডাক্তার স্বপন চন্দ্র ভৌমিক, সাধারণ সম্পাদক শ্রী মল্লিক চন্দ্র মজুমদার, সাংগঠনিক সম্পাদক শ্রী কিশোর মজুমদার, ধর্ম সম্পাদক সজীব চক্রবর্তী ও প্রধান পৃষ্ঠপোষক শ্রী সন্তোষ মল্লিক সহ অনেকে উপস্থিত ছিলেন। নাঙ্গলকোট উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জয়দেব মজুমদার জানান, আমাদের নাঙ্গলকোট উপজেলায় ১১ টি মন্দিরে শারদীয় পূজা উৎসব চলছে, আমাদের কোন সমস্যা হচ্ছে না আইন শৃঙ্খলা বাহিনী নিরাপত্তা দিচ্ছে, মূলত আমাদের প্রধান উৎসব হচ্ছে আগামী ১১ ১২ ও ১৩ অক্টোবর যথাক্রমে মহা ষষ্ঠমী,মহা নবমী ও বিজয় দশমীতে প্রধান উৎসব হয়ে থাকে। তিনি দেশবাসীকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানিয়েছেন।