মনোহরগঞ্জ প্রতিনিধি
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪শ ডেঙ্গু শনাক্তকরণ কিট সরবরাহ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে হাসপাতাল কর্তৃপক্ষকে এ কিট সরবরাহ করা হয়।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আফজালুর রহমান মঙ্গলবার উপজেলা প্রশাসনের কাছ থেকে ৪শ ডেঙ্গু সনাক্তকরণ কিট পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ও জনদুর্ভোগ লাগবে এ কিট সরবরাহ করায় উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
এ বিষয়ে কথা হলে উপজেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা উজালা রানী চাকমা বলেন ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার বিভিন্নস্থানে জনসচেতনতামূলক মাইকিং, পরিষ্কার পরিচছন্নতা ও সেবামূলক বিভিন্ন কার্যক্রম হাতে নেয়া হয়েছে। এ জনপদের বাসিন্দাদের ডেঙ্গু বিষয়ক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ও এ সংক্রান্ত সেবা প্রদানে ৪শ ডেঙ্গু সনাক্তকরণ কিট ক্রয় করে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন থাকার আহবান জানান তিনি