নাঙ্গলকোট প্রতিনিধি
ভূমি আপিল বোর্ডের সাবেক সচিব, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক মো. আবু তালেব নাঙ্গলকোট মডেল মহিলা কলেজের সভাপতি নির্বাচিত হয়েছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক আদেশে আবু তালেবকে ওই কলেজের সভাপতি নিযুক্ত করা হয়। আবু তালেবের গ্রামের বাড়ী নাঙ্গলকোট পৌরসভার কেন্দ্রা গ্রামে। মো. আবু তালেব নাঙ্গলকোট মডেল মহিলা কলেজের সভাপতি নির্বাচিত হওয়া অভিনন্দন জানিয়েছেন নাঙ্গলকোট প্রেসক্লাব সভাপতি মজিবুর রহমান মোল্লা, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সুশাসনের জন্য নাগরিক (সুজন) নাঙ্গলকোট উপজেলা শাখার সাধারণ সম্পাদক জাকির হোসেন ভ্ূঁইয়াসহ প্রশসানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক সমাজ, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, সামাজিক- সাংস্কৃতিক সংগঠনের নেতৃবন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ। তারা মনে করেন, আবু তালেবের দক্ষতা ও তৎপরতায় নাঙ্গলকোট মডেল মহিলা কলেজসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান গুলোর শিক্ষার মাননোয়ন সহ সার্বিক কল্যাণ নিহীত হবে।