লাকসাম প্রতিনিধি
লাকসামে কৃষকদের মাঝে বিনামূল্যে সবজি বীজ বিতরণরফিক সিডস কোম্পানির উদ্যোগে লাকসামে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক-কৃষানীদের পুনর্বাসনের লক্ষ্যে দেড় শতাধিক কৃষকের মাঝে সবজি বীজ বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৪ অক্টোবর) বিকেলে পৌরসভার বিনই এলাকায় বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সেইভ দ্যা হিউম্যানিটি’র প্রতিষ্ঠাতা, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট বদিউল আলম সুজন বলেন, আমরা রাজনৈতিক বন্যার শিকার হয়েছি। যখন সেবাদাস তাদের কাছে গেছে, তারা ভালোবাসার নিদর্শন স্বরূপ সকল স্লুইসগেট খুলে দিয়ে কৃত্রিম বন্যায় আমাদের দেশের মানুষকে ডুবিয়েছে। এর জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিবাদ এদেশ থেকে বিদায় নিয়েছে। ফ্যাসিবাদ যাতে আর প্রবেশ করতে না পারে সেজন্য আপনাদেরকে সজাগ থাকতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লাকসাম অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল আউয়াল জুয়েল, রফিক সিডস কোম্পানির এরিয়া ম্যানেজার কামরুজ্জামান, রফিক সিডস’র ডিলার মোহাম্মদ উল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন, হাসান আহমেদ, আরিফ হোসেন, লোকমান হোসেন, ইমন, ইমরুল সজিব, সুজন হাসান আরিফ প্রমুখ।