নিজস্ব প্রতিবেদক
দেশের উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতি ভয়াবহ অবস্থা বিরাজ করছে। ডুবে গেছে ঘরবাড়ী ও রাস্তাঘাট। এতে দেখা দিয়াছে খাদ্য সংকট।বন্যা কবলিত এলাকার মানুষের পাশে দাঁড়ানোর জন্য ত্রাণ সমাগ্রী নিয়ে ছুটছেন কুমিল্লার নাঙ্গলকোটের মানবিক বক্সগঞ্জের ওরা ১০জন। শুকনো খাবার ও বিশুদ্ধ পানিসহ বিভিন্ন সামগ্রী নিয়ে ট্রাক যোগে শুক্রবার গভীর রাতে রওয়ানা হয়েছেন বন্যা কবলিত শেরপুর এলাকায়।
ওই টিমে রয়েছেন মানবিক বক্সগঞ্জের জীবন আহমেদ,মাস্টার মাসুদ, মাছুম, কাইয়ুম, সিপাত, সালমান, বাবর,শাহপরান,রকি ও আজিম। ত্রাণ সামগ্রী নিয়ে যাত্রাকালে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ সদস্য মাওলানা এইচ এম সাকেরসহ মানবিক বক্সগঞ্জের অন্যান্য সদস্যগণ।মানবিক বক্সগঞ্জের জীবন আহমেদ বলেন, মানবিক বক্সগঞ্জ সংগঠনের উদ্যোগে জনকল্যানে বহু দিন থেকে কাজ করে যাচ্ছে।আগামী দিন গুলোতেও এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে।